ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৮৪
ক্রোধের সময় আত্মনিয়ন্ত্রণ ও ক্রোধ-সম্বরণের মর্যাদা এবং ক্রোধ থেকে নিষেধাজ্ঞা
(২৫৮৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মল্লযুদ্ধে পরাস্তকারী সত্যিকার শক্তিশালী নয়, সত্যিকার শক্তিশালী যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ليس الشديد بالصرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৫৮৫
ক্রোধের সময় আত্মনিয়ন্ত্রণ ও ক্রোধ-সম্বরণের মর্যাদা এবং ক্রোধ থেকে নিষেধাজ্ঞা
(২৫৮৫) আবু হুরাইরা রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে বলে, আপনি আমাকে ওসিয়্যত করুন । তিনি বলেন, তুমি রাগন্বিত হবে না। লোকটি অনেকবার তার অনুরোধের পুনরাবৃত্তি করে। তিনি (বারবারই) বলেন, তুমি রাগন্বিত হবে না।
عن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم: أوصني قال: لا تغضب فردد مرارا قال: لا تغضب.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৫৮৬
ক্রোধের সময় আত্মনিয়ন্ত্রণ ও ক্রোধ-সম্বরণের মর্যাদা এবং ক্রোধ থেকে নিষেধাজ্ঞা
(২৫৮৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নিজের ক্রোধ কার্যকর করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সম্বরণ করবে আল্লাহ তার অন্তরকে নিরাপত্তা ও ঈমান দিয়ে ভরে দিবেন।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من كظم غيظا وهو يقدر على إنفاذه ملأه الله أمنا وإيمانا.

তাহকীক:
তাহকীক চলমান
