ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৭০
তোমাদের প্রত্যেকেই তত্ত্বাবধায়ক এবং প্রত্যেকেই তার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে
(২৫৭০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জেনে রাখো! তোমরা সকলেই তত্ত্বাবধায়ক-অভিভাবক এবং তোমাদের সকলেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মানুষের উপরে যিনি ইমাম বা রাষ্ট্রপ্রধান তিনি তত্ত্বাবধায়ক-অভিভাবক এবং তাকে তার তত্ত্বাবধানের আওতাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারের সদস্যদের তত্ত্বাবধায়ক-অভিভাবক এবং তাকে তার তত্ত্বাবধানের আওতাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নারী তার স্বামীর পরিবারের সদস্যদের এবং তার সন্তানদের তত্ত্বাবধায়িকা-অভিভাবিকা এবং তাকে তার তত্ত্বাবধানের আওতাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কারো দাস বা কর্মচারী তার মালিকের সম্পদের তত্ত্বাবধায়ক-অভিভাবক এবং তাকে তার তত্ত্বাবধানের আওতাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব জেনে রাখো! তোমরা সকলেই তত্ত্বাবধায়ক-অভিভাবক এবং তোমাদের সকলকেই তার তত্ত্বাবধানের আওতাধীনদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে।
عن ابن عمر رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم قال: ألا كلكم راع وكلكم مسئول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسئول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسئول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجها وولده وهي مسئولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسئول عنه ألا فكلكم راع وكلكم مسئول عن رعيته.

তাহকীক:
তাহকীক চলমান
