ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৬৭
অস্পষ্ট ও সন্দেহযুক্ত বিষয় বর্জন এবং হৃদয় বিশুদ্ধকরণের প্রয়োজনীয়তা
(২৫৬৭) নু'মান ইবন বাশীর রা, থেকে বর্ণিত, তিনি নিজের আঙুল দুটিকে নিজের কর্ণদ্বয়ের নিকট নিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, হালাল সুস্পষ্ট-প্রকাশিত এবং হারাম সুস্পষ্ট-প্রকাশিত । উভয়ের মধ্যে অনেক অস্পষ্ট বিষয় আছে, অনেক মানুষই যেগুলো (যেগুলোর সঠিক বিধান) জানে না । কাজেই যে ব্যক্তি অস্পষ্ট-সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে আত্মরক্ষা করবে সে নিজের দীন ও মান-সম্মান ত্রুটিমুক্ত করবে। আর যে ব্যক্তি অস্পষ্ট সন্দেহযুক্ত বিষয়াদির মধ্যে নিপতিত হবে সে হারামের মধ্যে নিপতিত হবে। যেমন কোনো রাখাল যদি সংরক্ষিত চারণভূমির আশেপাশে পশু চরায় তবে অচিরেই তার সংরক্ষিত এলাকার মধ্যে ঢুকে পড়ার সম্ভাবনা থাকে। জেনে রাখো! নিশ্চয় প্রত্যেক রাজার সংরক্ষিত ভূমি রয়েছে আর আল্লাহর সংরক্ষিত ভূমি হল তাঁর নিষিদ্ধ কর্মসমূহ। জেনে রাখো!! নিশ্চয় দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, সেটি যখন সংশোধিত-বিশুদ্ধ হবে তখন পুরো দেহই সংশোধিত-বিশুদ্ধ হবে এবং যখন নষ্ট হবে তখন পুরো দেহই নষ্ট হবে। জেনে রাখো!! সেই মাংসপিণ্ডটি হল অন্তকরণ।
عن النُعمان بن بشير رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: وأهوى النعمان بإصبعيه إلى أذنيه إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا وهي فسدت فسد الجسد كله ألا وهى القلب

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৫৬৮
অস্পষ্ট ও সন্দেহযুক্ত বিষয় বর্জন এবং হৃদয় বিশুদ্ধকরণের প্রয়োজনীয়তা
(২৫৬৮) আবু সা'লাবা খুশানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ কিছু বিষয় ফরয করেছেন, তোমরা সেগুলো নষ্ট করবে না, এবং তিনি কিছু সীমা নির্ধারণ করেছেন, তোমরা সেগুলো অতিক্রম করবে না, এবং তিনি কিছু বিষয় হারাম করেছেন, তোমরা সেগুলো অমান্য করবে না, এবং তিনি কিছু বিষয় থেকে চুপ থেকেছেন তোমরা সে বিষয়গুলো নিয়ে গবেষণা করবে না।
عن أبي ثعلبة الخشني رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أن الله فرض فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء فلا تبحثوا عنها.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৫৬৯
অস্পষ্ট ও সন্দেহযুক্ত বিষয় বর্জন এবং হৃদয় বিশুদ্ধকরণের প্রয়োজনীয়তা
(২৫৬৯) হাসান রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর একথা মুখস্থ করেছি: তোমার যাতে সন্দেহ রয়েছে তা পরিত্যাগ করে যাতে তোমার সন্দেহ নেই তার দিকে তুমি যাবে।
عن الحسن رضي الله عنه قال: حفظت من رسول الله صلى الله عليه وسلم: دع ما يريبك إلى ما لا يريبك فإن الصدق طمأنينة وإن الكذب ريبة.

তাহকীক:
তাহকীক চলমান
