ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫৬৬
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
কঠিনতম পাপ
(২৫৬৬) ইবন মাসউদ রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কঠিনতম পাপ কোনটি? তিনি বললেন, কঠিনতম পাপ হল, তুমি আল্লাহর কোনো সমকক্ষ বানাবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে, সে তোমার সাথে খাবে। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবে।
كتاب الإحسان
عن ابن مسعود رضي الله عنه قال: قلت يا رسول الله أي الذنب أعظم؟ قال: أن تجعل لله ندا وهو خلقك قلت: ثم أي؟ قال: أن تقتل ولدك خشية أن يأكل معك قال: ثم أي؟ قال: أن تزاني حليلة جارك.
tahqiq

তাহকীক: