ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৭১
জাগতিক বিষয়ে এবং মানুষের বিষয়ে নির্লোভতা ও কৃচ্ছতা
(২৫৭১) সাহল ইবন সা'দ রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলে, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কর্মের পথ নির্দেশ করুন যে কর্ম করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষ আমাকে ভালোবাসবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি দুনিয়ার বিষয়ে লোভহীন হও ও কৃচ্ছতা অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর মানুষের নিকট যা আছে সে বিষয়ে তুমি লোভহীন হও ও কৃচ্ছতা অবলম্বন করো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে।
عن سهل بن سعد رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل فقال: يا رسول الله دلني على عمل إذا أنا عملته أحبني الله وأحبني الناس فقال رسول الله صلى الله عليه وسلم: ازهد في الدنيا يحبك الله وازهد فيما في أيدي الناس يحبوك.

তাহকীক:
তাহকীক চলমান
