ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৪৩
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৩) ইবন বুরাইদা তার পিতা বুরাইদা আসলামি রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (Å) নানীকে একষষ্ঠাংশ প্রদান করেছেন, যদি তার নিম্নে মা না থাকে।
عن ابن بريدة عن أبيه أن النبي صلى الله عليه وسلم جعل للجدة السدس إذا لم يكن دونها أم.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৫৪৪
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৪) তাবিয়ি কাসিম ইবন মুহাম্মাদ বলেন, আবু বাকর রা. একষষ্ঠাংশকে পিতামহী ও মাতামহীর মধ্যে ভাগ করে দেন।
عن القاسم بن محمد : أنه جعل أبو بكر رضي الله عنه السدس بين أم الأم وأم الأب

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৫৪৫
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৫) তাবিয়ি শা'বি বলেন, আলী রা. ও যাইদ রা. দাদী নানীদেরকে উত্তরাধিকার প্রদান করতেন নিকটবর্তীকে অগ্রাধিকারের ভিত্তিতে।
عن الشعبي قال: كان علي وزيد رضي الله عنهما يورثان من الجدات الأقرب فالأقرب.

তাহকীক:
তাহকীক চলমান