ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৪২
দাদার উত্তরাধিকার
(২৫৪২) ইমরান ইবন হুসাইন রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলে, আমার পুত্রের পুত্র মৃত্যুবরণ করেছে, তার পরিত্যক্ত সম্পত্তিতে আমার পাওনা কী? তিনি বলেন, একষষ্ঠাংশ । যখন লোকটি চলে যাচ্ছিল তখন তিনি তাকে ডেকে বলেন, তোমার জন্য আরো একটি একষষ্ঠাংশ । যখন লোকটি চলে যাচ্ছিল তখন তিনি আবার তাকে ডাকেন এবং বলেন, দ্বিতীয় একষষ্ঠাংশ অনুদান (তোমার প্রাপ্য নয়)।
عن عمران بن حصين رضي الله عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال: إن ابن ابني مات فما لي من ميراثه؟ فقال: لك السدس فلما أدبر دعاه فقال: لك سدس آخر فلما أدبر دعاه فقال: إن السدس الآخر طعمة.

তাহকীক:
তাহকীক চলমান