ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪৫৯
অবৈধ রক্তপাতের নিন্দা ও মুসলিম হত্যার নিষেধাজ্ঞা
(২৪৫৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যতক্ষণ না একজন মুমিন কোনো অবৈধ রক্তপাতে জড়িত হবে, ততক্ষণ পর্যন্ত সে তার দ্বীনের বিষয়ে প্রশস্ততার মধ্যে থাকবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لا يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৪৬০
অবৈধ রক্তপাতের নিন্দা ও মুসলিম হত্যার নিষেধাজ্ঞা
(২৪৬০) মুআবিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সকল গোনাহই আল্লাহ হয়ত ক্ষমা করবেন, শুধু ব্যতিক্রম হল যে, কোনো মানুষ কোনো মুমিনকে ইচ্ছকৃতভাবে হত্যা করবে, অথবা কোনো মানুষ কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে।
عن معاوية رضي الله عنه مرفوعا: كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يقتل المؤمن متعمدا أو الرجل يموت كافرا.

তাহকীক:
তাহকীক চলমান