ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৬১
ইচ্ছাকৃত হত্যার শাস্তি মৃত্যুদণ্ড, যদি না নিহতের অভিভাবক ক্ষমা করে
(২৪৬১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অজ্ঞাত অস্পষ্ট অবস্থায় অথবা পাথর দিয়ে, বেত দিয়ে বা লাঠি দিয়ে পারস্পরিক মারামারির মধ্যে যদি কেউ নিহত হয় তবে তাতে অনিচ্ছাকৃত হত্যার জন্য নির্ধারিত রক্তমূল্য বা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে তবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من قتل في عميا أو رميا تكون بينهم بحجر أو سوط أو بعصا فعقله عقل خطأ ومن قتل عمدا فقود... إلا أن يعفو ولي المقتول.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান