ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৮. শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪৪৮
শিকারের তাৎক্ষণিক মৃত্যু ও বিলম্বিত মৃত্যু
(২৪৪৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, একজন কাফ্রি ক্রীতদাস তার নিকট এসে বলে, আমি তীর দিয়ে শিকার করি। কোনো শিকার তাৎক্ষণিক মারা যায় এবং কোনো শিকার তীরসহ পালিয়ে যায় এবং পরে মৃত্যুবরণ করে। ইবন আব্বাস বলেন, যে শিকার তাৎক্ষণিক মারা যায় তা তুমি ভক্ষণ করবে এবং যা পালিয়ে গিয়ে তোমার অনুপস্থিতিতে মরে তা তুমি পরিত্যাগ করবে।
عن ابن عباس رضي الله عنهما أتاه عبد أسود ...فقال: إني أرمي الصيد فأصمى وأنمي قال: كل ما أصميت ودع ما أنميت.

তাহকীক:
তাহকীক চলমান