ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৮. শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৪৯
জীবন্ত পশুর দেহ থেকে কর্তিত অংশ
(২৪৪৯) আবু ওয়াকিদ লাইসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পশু জীবিত থাকা অবস্থায় তার দেহ থেকে যা কেটে নেওয়া হয় তা মৃত।
عن أبي واقد الليثي رضي الله عنه مرفوعا: ما قطع من البهيمة وهي حية فهي ميتة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান