ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩৭৭
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৭৭) যারি' রা. থেকে বর্ণিত- তিনি আব্দুল কাইস গোত্রের প্রতিনিধিদলের সদস্য ছিলেন- তিনি বলেন, যখন আমরা মদীনায় আগমন করলাম তখন আমরা দ্রুত আমাদের বাহন থেকে নামতে শুরু করলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) এর হস্ত পদ চুম্বন করলাম।
عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال: لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد النّبي صلى الله عليه وسلم ورجله.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৭৮
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৭৮) সাফওয়ান ইবন আসসাল রা. বলেন, ইয়াহুদিদের মধ্য থেকে কতিপয় ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর হস্ত ও পদদ্বয় চুম্বন করে।
عن صفوان بن عسال رضي الله عنه أن قوما من اليهود قبلوا يد النّبي صلى الله عليه وسلم ورجليه.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৩৭৯
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৭৯) তাবিয়ি আব্দুর রহমান ইবন রাযীন বলেন, সালামা ইবনুল আকওয়া রা. বলেন, আমি আমার এই হাত দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে বাইআত করেছি । তখন আমরা তাঁর হাতটি চুম্বন করি। তিনি তাতে আপত্তি করলেন না।
عن عبد الرحمن بن رزين عن سلمة بن الأكوع رضي الله عنه قال: بايعت النّبي صلى الله عليه وسلم بيدي هذه فقبلناها فلم ينكر ذلك.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৮০
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮০) তাবিয়ি আবু মালিক আশজায়ি** বলেন, আমি আব্দুল্লাহ ইবন আবু আউফা রা.কে বললাম, আপনি যে হাত দ্বারা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বাইআত করেছেন সেই হাতটি আমাকে ধরতে দিন । তখন তিনি হাতটি আমাকে ধরতে দিলেন । আমি হাতটি চুম্বন করলাম।
عن أبي مالك الأشجعي قال: قلت لابن أبي أوفى رضي الله عنه ناولني يدك التي بايعت بها رسول الله صلى الله عليه وسلم فناولنيها فقبلتها.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৮১
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮১) আব্বাস রা.র আযাদকৃত ক্রীতদাস তাবিয়ি সুহাইব বলেন, আমি দেখলাম যে, আলী রা. আব্বাস রা.র হস্ত ও পদদ্বয় চুম্বন করছেন।
عن صهيب قال: رأيت عليا رضي الله عنه يقبل يد العباس رضي الله عنه ورجليه.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৮২
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮২) তাবিয়ি আম্মার ইবন আবু আম্মার বলেন, একবার ইবন আব্বাস রা. যাইদ ইবন সাবিত রা.র উট ধরে তাকে এগিয়ে নিতে যান। তখন যাইদ ইবন সাবিত ইবন আব্বাসের হাতে চুম্বন করেন।
عن عمار بن أبي عمار أن زيد بن ثابت رضي الله عنه قبل يد ابن عباس رضي الله عنه حين أخذ ابن عباس ركابه.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৮৩
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮৩) তাবিয়ি তামীম ইবন সালামা (১০০ হি.) বলেন, যখন উমার রা. সিরিয়ায় আগমন করলেন, তখন সেনাপতি আবু উবাইদাহ ইবনুল জাররাহ রা. তাকে অভ্যর্থনা করেন এবং তিনি তার হস্ত চুম্বন করেন।
عن تميم بن سلمة قال: لما قدم عمر رضي الله عنه الشام استقبله أبو عبيدة بن الجراح رضي الله عنه فقبل يده.

তাহকীক:
তাহকীক চলমান