ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩০৭
প্রথম বাচ্চা জবাই এবং রজব মাসের জবাই** নেই । কুরবানীর দ্বারা কুরবানী ছাড়া অন্য সকল জবাইয়ের আবশ্যকীয়তা রহিত হয়েছে
(২৩০৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পশুর প্রথম বাচ্চা জবাই করা নেই এবং আতীরাহ বা রজব মাসে পশু জবাই করা নেই (অর্থাৎ উভয় রীতি রহিত করা হল)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا فرع ولا عتيرة.

তাহকীক:
তাহকীক চলমান
