ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩০৩
উট ও গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে
(২৩০৩) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, হুদাইবিয়ার বছরে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে কুরবানীর পশু জবাই করলাম উট সাতজনের পক্ষ থেকে এবং গরু সাতজনের পক্ষ থেকে। অন্য বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমদেরকে নির্দেশ দিলেন যে, উট এবং গরুর ক্ষেত্রে আমরা যেন প্রত্যেক সাতজন একটি পশুতে অংশ গ্রহণ করি।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة. وفي لفظ: أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل سبعة منا في بدنة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩০৪
উট ও গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে
(২৩০৪) ইবন আব্বাস রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করে, আমার উপর দায়িত্ব ছিল একটি উট (কুরবানী করা), কিন্তু উট আমি যোগাড় করতে পারছি না। তখন তিনি তাকে বলেন, তুমি সাতটি মেষ ক্রয় করো।
عن ابن عباس رضي الله عنهما قال: سأل رجل رسول الله صلى الله عليه وسلم فقال: إن على ناقة (علي ناقة وقد عزبت علي) غربت عني فقال: إشتر سبعا من الغنم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩০৫
উট ও গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে
(২৩০৫) মিখনাফ ইবন সুলাইম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে মানুষেরা, প্রত্যেক পরিবারের উপর প্রত্যেক বছরে একটি কুরবানী ও একটি আতীরাহ (রজব মাসের কুরবানী) প্রদানের দায়িত্ব রয়েছে।
عن مخنف بن سليم رضي الله عنه مرفوعا: يا أيها الناس إن على أهل كل بيت في كل عام أضحية وعتيرة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৩০৬
উট ও গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে
(২৩০৬) ইবন আব্বাস রা. বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম । সফরের মধ্যেই কুরবানীর ঈদ এসে গেল। তখন আমরা গরুতে সাতজন শরীক হলাম এবং উটে দশজন শরীক হলাম।
عن ابن عباس رضي الله عنهما قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فحضر الأضحى فاشتركنا في البقرة سبعة وفي البعير عشرة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা