ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩০৬
উট ও গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে
(২৩০৬) ইবন আব্বাস রা. বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম । সফরের মধ্যেই কুরবানীর ঈদ এসে গেল। তখন আমরা গরুতে সাতজন শরীক হলাম এবং উটে দশজন শরীক হলাম।
عن ابن عباس رضي الله عنهما قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فحضر الأضحى فاشتركنا في البقرة سبعة وفي البعير عشرة.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীসের অর্থও উপরের হাদীসের মতোই এখানে দশজন কুরবানির উটে শরীক হওয়া বোঝানো হয় নি। বরং দশজন কুরবানির গোশত ভক্ষণে অংশ গ্রহণ বোঝানো হয়েছে । অথবা এই নির্দেশটি ছিল বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যক্তির জন্য বিশেষ অনুমতি, যা অন্যত্র প্রযোজ্য নয় । ইবন আব্বাস বর্ণিত হাদীসটি ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে, যে হাদীস রাসূলুল্লাহ (ﷺ) উটের বদলে সাতটি ছাগি ক্রয় করতে নির্দেশ দেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩০৬ | মুসলিম বাংলা