ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩০৭
প্রথম বাচ্চা জবাই এবং রজব মাসের জবাই** নেই । কুরবানীর দ্বারা কুরবানী ছাড়া অন্য সকল জবাইয়ের আবশ্যকীয়তা রহিত হয়েছে
(২৩০৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পশুর প্রথম বাচ্চা জবাই করা নেই এবং আতীরাহ বা রজব মাসে পশু জবাই করা নেই (অর্থাৎ উভয় রীতি রহিত করা হল)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا فرع ولا عتيرة.

হাদীসের ব্যাখ্যা:

** * [ফারা': পশুর প্রথম বাচ্চা, যা জাহিলি যুগের লোকেরা নিজেদের সম্পদে বরকত, ওই বাচ্চার মায়ের কল্যাণ ও পরবর্তী বংশধরে প্রচুর্য কামনায় দেবতাদের সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করত। তারা এর গোশত খেত এবং চামড়া গাছে ঝুলিয়ে রাখত। আতীরাহ যা তারা দেবতাদের অর্চনা ও নৈকট্য কামনায় রজব মাসের প্রথম দশকে জবাই করত। এজন্য একে রাজাবিয়্যাহও বলা হয়। তারা এর গোশত রান্না করে খেত এবং লোকদেরকে খাওয়াত। ইসলামে এর আবশ্যকীয়তা রহিত হয়। সাহাবিদের জিজ্ঞাসার জবাবে নবীজি (ﷺ) বলেন, 'অসুবিধা নেই ... তোমরা আল্লাহর নামে যে কোনো মাসে জবাই করতে পার, আল্লাহর আনুগত্য করো এবং লোকদেরকে খাওয়াও'। (নাসায়ি, নং-৪২৩২, ৪২৩৩)। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩০৭ | মুসলিম বাংলা