ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৯২
খাদ্যের দোষ বলা হবে না
(২২৯২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কখনো কোনো খাদ্যের দোষ বলেন নি। যদি খাদ্যের প্রতি আকর্ষণ বোধ করেছেন, তবে তা ভক্ষণ করেছেন । তা না-হলে তিনি তা ভক্ষণ থেকে বিরত থেকেছেন।
عن أبي هريرة رضي الله عنه قال: ما عاب النّبي صلى الله عليه وسلم طعاما قط إن اشتهاه أكله وإلا تركه.

তাহকীক:
তাহকীক চলমান
