ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৯৩
ডান হাতে খাওয়া, নিকটবর্তী খাদ্য খাওয়া এবং খাওয়ার আগে 'বিসমিল্লাহ' বলা
(২২৯৩) উমার ইবন আবু সালামা রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি আল্লাহর নাম নাও, তোমার ডানহাতে খানা খাও এবং তোমার নিকটে যে খাদ্য রয়েছে তা থেকে খাও।**
عن عمر بن أبي سلمة رضي الله عنه مرفوعا: سم الله وكل بيمينك وكل مما يليك.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২২৯৪
ডান হাতে খাওয়া, নিকটবর্তী খাদ্য খাওয়া এবং খাওয়ার আগে 'বিসমিল্লাহ' বলা
(২২৯৪) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খাদ্যের উপর (খাদ্য গ্রহণের সময়) আল্লাহর নাম নেওয়া না হলে শয়তান সেই খাদ্য গ্রহণের বৈধতা লাভ করে।
عن حذيفة رضي الله عنه مرفوعا: إن الشيطان يستحل الطعام أن لا يذكر اسم الله عليه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২২৯৫
ডান হাতে খাওয়া, নিকটবর্তী খাদ্য খাওয়া এবং খাওয়ার আগে 'বিসমিল্লাহ' বলা
(২২৯৫) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন খাদ্য গ্রহণ করে, তখন সে যেন 'বিসমিল্লাহ' বলে। যদি সে প্রথমে 'বিসমিল্লাহ' বলতে ভুলে যায়, তবে সে যেন বলে ‘প্রথমে ও শেষে বিসমিল্লাহ'।
عن عائشة رضي الله عنها مرفوعا: إذا أكل أحدكم طعاما فليقل: بسم الله فإن نسي في أوله فليقل: بسم الله في أوله وآخره (بسم الله أوله وآخره)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২২৯৬
ডান হাতে খাওয়া, নিকটবর্তী খাদ্য খাওয়া এবং খাওয়ার আগে 'বিসমিল্লাহ' বলা
(২২৯৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন আহার করে, তখন সে যেন ডানহাতে আহার করে, এবং সে যখন পান করে তখন সে যেন ডানহাতে পান করে । কারণ শয়তান বামহাতে আহার করে এবং বামহাতে পান করে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا قال: إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান