ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩১. অগ্রক্রয়াধিকার - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৩২
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩২) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রায় দিয়েছেন যে, সকল শরিকানা সম্পত্তি, বাড়ি, জমি বা বাগান যাই হোক না কেন, যতক্ষণ না তা শরিকদের মধ্যে বণ্টিত হবে, ততক্ষণ তাতে শরিকের অগ্রক্রয়াধিকার থাকবে কোনো শরিকের জন্য অন্য শরিককে না জানিয়ে তা বিক্রয় করা বৈধ হবে না শরিক ইচ্ছা করলে ক্রয় করবে, ইচ্ছা করলে ছেড়ে দেবে। যদি শরিককে না জানিয়ে বিক্রয় করা হয় তবে তা গ্রহণ করার অগ্রাধিকার থাকবে শরিকের।
عن جابر رضي الله عنه قال: قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل شركة لم تقسم ربعة أو حائط لا يحل له أن يبيع حتى يؤذن شريكه فإن شاء أخذ وإن شاء ترك فإذا باع ولم يؤذنه فهو أحق به.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৩
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৩) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রায় দিয়েছেন যে, সকল বিষয়েই অগ্রক্রয়াধিকার থাকবে।
عن جابر رضي الله عنه: قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل شيء.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৪
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাড়ি, জমি, কৃষিক্ষেত বা বাগান ছাড়া আর কিছুতে অগ্রক্রয়াধিকার নেই।
عن جابر رضي الله عنه مرفوعا: لا شفعة إلا في ربع أو حائط
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২২৩৫
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৫) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রায় দিয়েছেন যে, বণ্টিত না হওয়া পর্যন্ত সকল কিছুতে অগ্রক্রয়াধিকার থাকবে । যখনই বণ্টনের মাধ্যমে প্রত্যেকের পৃথক সীমানা নির্ধারিত হয়ে যাবে এবং রাস্তা নির্ধারণ হয়ে যাবে তখন আর অগ্রক্রয়াধিকার থাকবে না।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقسم فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২২৩৬
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৬) তাবিয়ি আমর ইবন শারীদ তার পিতা শারীদ ইবন সুওয়াইদ রা. থেকে বলেন, একব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আমার জমিতে কারো কোনো শরিকানা নেই এবং কোনো বণ্টনেরও অধিকার নেই, তবে তার প্রতিবেশী আছে । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তার ব্যাপারে প্রতিবেশীর অগ্রাধিকার থাকবে।
عن عمرو بن الشريد عن أبيه أن رجلا قال: يا رسول الله أرضي ليس لأحد فيها شركة ولا قسمة إلا الجوار فقال رسول الله صلى الله عليه وسلم: الجار أحق بسقبه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৭
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৭) আবু রাফি' রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, ক্রয়ের অগ্রাধিকার প্রতিবেশীর বেশী।
عن أبي رافع رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: الجار أحق بسقبه (بشفعته).
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৮
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৮) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাড়ির জন্য বাড়ির প্রতিবেশীর অধিকার সর্বাধিক।
عن أنس رضي الله عنه مرفوعا: جار الدار أحق بالدار.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান