ফিকহুস সুনান ওয়াল আসার
৩১. অগ্রক্রয়াধিকার
হাদীস নং: ২২৩৪
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাড়ি, জমি, কৃষিক্ষেত বা বাগান ছাড়া আর কিছুতে অগ্রক্রয়াধিকার নেই।
عن جابر رضي الله عنه مرفوعا: لا شفعة إلا في ربع أو حائط
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, মুসলিম সঙ্কলিত উপরের হাদীস থেকে বোঝা যায় যে, বাড়ি, জমি বা বাগানেই শুধু অগ্রক্রয়াধিকার। এই হাদীসটিতে তা স্পষ্টভাবেই বলা হয়েছে । পক্ষান্তরে এই হাদীসের পূর্বের তাহাবি সঙ্কলিত হাদীসটিতে 'সব কিছুতে অগ্রক্রয়াধিকার আছে' বলা হয়েছে। সম্ভবত তাহাবি সঙ্কলিত হাদীসটি দ্বারা উপরের মুসলিম সঙ্কলিত হাদীস এবং বাযযার সঙ্কলিত হাদীসের নির্দেশনাকে পরিবর্তন করা হয়েছে।
