ফিকহুস সুনান ওয়াল আসার
৩১. অগ্রক্রয়াধিকার
হাদীস নং: ২২৩৩
অগ্রক্রয়াধিকার
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৩) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রায় দিয়েছেন যে, সকল বিষয়েই অগ্রক্রয়াধিকার থাকবে।
كتاب الشفعة
عن جابر رضي الله عنه: قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل شيء.