ফিকহুস সুনান ওয়াল আসার
৩১. অগ্রক্রয়াধিকার
হাদীস নং: ২২৩২
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩২) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রায় দিয়েছেন যে, সকল শরিকানা সম্পত্তি, বাড়ি, জমি বা বাগান যাই হোক না কেন, যতক্ষণ না তা শরিকদের মধ্যে বণ্টিত হবে, ততক্ষণ তাতে শরিকের অগ্রক্রয়াধিকার থাকবে কোনো শরিকের জন্য অন্য শরিককে না জানিয়ে তা বিক্রয় করা বৈধ হবে না শরিক ইচ্ছা করলে ক্রয় করবে, ইচ্ছা করলে ছেড়ে দেবে। যদি শরিককে না জানিয়ে বিক্রয় করা হয় তবে তা গ্রহণ করার অগ্রাধিকার থাকবে শরিকের।
عن جابر رضي الله عنه قال: قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل شركة لم تقسم ربعة أو حائط لا يحل له أن يبيع حتى يؤذن شريكه فإن شاء أخذ وإن شاء ترك فإذا باع ولم يؤذنه فهو أحق به.
