ফিকহুস সুনান ওয়াল আসার

৩১. অগ্রক্রয়াধিকার

হাদীস নং: ২২৩৫
অগ্রক্রয়াধিকার
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৫) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রায় দিয়েছেন যে, বণ্টিত না হওয়া পর্যন্ত সকল কিছুতে অগ্রক্রয়াধিকার থাকবে । যখনই বণ্টনের মাধ্যমে প্রত্যেকের পৃথক সীমানা নির্ধারিত হয়ে যাবে এবং রাস্তা নির্ধারণ হয়ে যাবে তখন আর অগ্রক্রয়াধিকার থাকবে না।
كتاب الشفعة
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقسم فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর অর্থ হল, বণ্টন হওয়ার পরে শরিকানা অধিকারের কারণে অন্য কেউ অগ্রক্রয়াধিকার লাভ করবে না, তবে পড়শিত্বের কারণে অগ্রক্রয়াধিকার থাকবে। নিম্নের হাদীস থেকে তা জানা যায় ।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)