ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২১৭
বালিগ বা বয়ঃপ্রাপ্ত হওয়ার বয়সসীমা
(২২১৭) কুরআন কারীমে ইরশাদ করা হয়েছে: 'এতিম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হবে না'।** এই আয়াতের ব্যাখ্যায় তাবিয়ি সায়ীদ ইবন জুবাইর বলেন, বয়ঃপ্রাপ্ত হওয়ার অর্থ আঠারো বছর বয়স্ক হওয়া।
عن سعيد بن جبير قال: ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده أي ثماني عشرة سنة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২২১৮
বালিগ বা বয়ঃপ্রাপ্ত হওয়ার বয়সসীমা
(২২১৮) আতিয়্যাহ কুরাযি রা. বলেন, বনু কুরাইযার যুদ্ধের পরে যুদ্ধাপরাধী পুরুষদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হলে আমাদেরকে (বনু বুাইযার যুদ্ধবন্দিদেরকে) রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে পেশ করা হয়। (বন্দিদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ চিহ্নিত করার জন্য গুপ্তাঙ্গে বা নাভির নীচে পশম গজিয়েছে কিনা তা দেখা হয়)। যার পশম গজিয়েছে বলে দেখা যায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং যার পশম গজায় নি বলে দেখা যায় তাকে ছেড়ে দেওয়া হয়।
عن عطية الفرضي رضي الله عنه قال: عرضنا على النبي صلى الله عليه وسلم يوم قريظة فكان من أنبت قتل ومن لم ينبت خلي سبيله.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা