ফিকহুস সুনান ওয়াল আসার
২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি
হাদীস নং: ২২১৭
বালিগ বা বয়ঃপ্রাপ্ত হওয়ার বয়সসীমা
(২২১৭) কুরআন কারীমে ইরশাদ করা হয়েছে: 'এতিম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হবে না'।** এই আয়াতের ব্যাখ্যায় তাবিয়ি সায়ীদ ইবন জুবাইর বলেন, বয়ঃপ্রাপ্ত হওয়ার অর্থ আঠারো বছর বয়স্ক হওয়া।
عن سعيد بن جبير قال: ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده أي ثماني عشرة سنة.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, ইতোপূর্বে জিহাদ অধ্যায়ে আব্দুল্লাহ ইবন উমার বর্ণিত একটি সহীহ হাদীসে (১৮৫৫ নং হাদীসে) আমরা দেখেছি যে, বয়ঃপ্রাপ্তির সীমা হল পনের বছর বয়স্ক হওয়া।
