ফিকহুস সুনান ওয়াল আসার

২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি

হাদীস নং: ২২১৮
বালিগ বা বয়ঃপ্রাপ্ত হওয়ার বয়সসীমা
(২২১৮) আতিয়্যাহ কুরাযি রা. বলেন, বনু কুরাইযার যুদ্ধের পরে যুদ্ধাপরাধী পুরুষদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হলে আমাদেরকে (বনু বুাইযার যুদ্ধবন্দিদেরকে) রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে পেশ করা হয়। (বন্দিদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ চিহ্নিত করার জন্য গুপ্তাঙ্গে বা নাভির নীচে পশম গজিয়েছে কিনা তা দেখা হয়)। যার পশম গজিয়েছে বলে দেখা যায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং যার পশম গজায় নি বলে দেখা যায় তাকে ছেড়ে দেওয়া হয়।
عن عطية الفرضي رضي الله عنه قال: عرضنا على النبي صلى الله عليه وسلم يوم قريظة فكان من أنبت قتل ومن لم ينبت خلي سبيله.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীস থেকে জানা যায় যে, গুপ্তাঙ্গে পশম গজানো প্রাপ্তবয়স্ক হওয়ার চিহ্ন। সম্ভবত বিষয়টি বনু কুরাইযার যুদ্ধবন্দিদের জন্য দেওয়া একটি বিশেষ বিধান ছিল । আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান