ফিকহুস সুনান ওয়াল আসার

২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি

হাদীস নং: ২২১৯
ঋণগ্রস্থের লেনদেনের নিষেধাজ্ঞা (restriction / ban)
(২২১৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাওনাদারের অধিকার রয়েছে কথা বলার, আপত্তি করার বা রাগ করার।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن لصاحب الحق مقالا.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২২১৯ | মুসলিম বাংলা