ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২১৬
কুফরি করতে জবরদস্তি করা
(২২১৬) আবু উবাইদা ইবন মুহাম্মাদ ইবন আম্মার ইবন ইয়াসির তার পিতা থেকে বলেন, মুশরিকগণ আম্মার ইবন ইয়াসির রা.কে আটক করে এবং যতক্ষণ তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে গালি না দেন এবং তাদের দেবদেবীদেরকে ভালো না বলেন ততক্ষণ তারা তাকে জবরদস্তি করতে থাকে। এরপর তারা তাকে ছেড়ে দেয় । অতঃপর তিনি যখন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করলেন তখন তিনি বললেন, খবর কী? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, খারাপ খবর। আপনাকে গালি না দেওয়া পর্যন্ত এবং তাদের দেবদেবীদের ভালো না বলা পর্যন্ত তারা আমাকে ছাড়ে নি । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার অন্তরের অবস্থা কেমন অনুভব করছ? আম্মার বলেন, আমার অন্তর ঈমানের উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাহলে যদি কাফিররা আবার তোমাকে এভাবে জবরদস্তি করে তবে তুমি আবারও এরূপ করবে।
عن أبي عبيدة بن محمد بن عمار بن ياسر عن أبيه قال: أخذ المشركون عمار بن ياسر فلم يتركوه حتى سب النبي صلى الله عليه وسلم وذكر آلهتهم بخير ثم تركوه فلما أتى رسول الله صلى الله عليه وسلم قال: ما وراءك؟ قال: شر يا رسول الله ما تركت حتى نلت منك وذكرت آلهتهم بخير قال: كيف تجد قلبك؟ قال: مطمئن بالإيمان قال: إن عادوا فعد.

তাহকীক:
তাহকীক চলমান
