ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২১৪
‘মাওলা' বা আযাদকৃত দাস আদাযকারীর বংশের সদস্য বলে গণ্য হবে, ভাগ্নে মামার বংশের সদস্য বলে গণ্য হবে এবং কোনো বংশের সাথে শপথের সম্পর্ক স্থাপনকারী সেই বংশের সদস্য বলে গণ্য হবে
(২২১৪) রিফাআ ইবন রাফি' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো বংশের বা গোত্রের মাওলা বা আযাদকৃত দাস সেই বংশের সদস্য বলে গণ্য হবে, কোনো বংশের বা গোত্রের ভাগিনা সেই বংশের সদস্য বলে গণ্য হবে এবং কোনো বংশের সাথে শপথের সম্পর্ক স্থাপনকারী সেই বংশের সদস্য বলে গণ্য হবে।
عن رفاعة بن رافع رضي الله عنه مرفوعا: مولى القوم منهم وابن أختهم منهم وحليفهم منهم.

তাহকীক:
তাহকীক চলমান