ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২১৫
ইসলাম গ্রহণের কারণে মাওলা বা বংশ-সম্পর্কিত হওয়া**
(২২১৫) আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, একব্যক্তি আমার হাতে ইসলাম গ্রহণ করে, তার ধন-সম্পদ ছিল এবং সে মৃত্যু বরণ করেছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাহলে তুমি তার উত্তরাধিকার লাভ করবে।
عن عمرو بن العاص رضي الله عنه أنه أتى رسول الله صلى الله عليه وسلم فقال: إنّ رجلا أسلم على يدي وله مال وقد مات قال: فلك ميراثه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা