ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২১৩
মুক্তিসম্পর্কের উত্তরাধিকার
(২২১৩) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আযাদকৃত দাসের মুক্তিসম্পর্কের কারণে উত্তরাধিকার লাভ করবে সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। মেয়েরা মুক্তিসম্পর্কের উত্তরাধিকার পাবে না। শুধু তারা যাদেরকে মুক্ত করেছে তাদের উত্তরাধিকার লাভ করবে এবং তাদের আযাদকৃত দাসদাসীরা যদি কাউকে মুক্ত করে তবে তাদের উত্তরাধিকারও লাভ করবে।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: ميراث الولاء للأكبر من الذكور ولا ترث النساء من الولاء إلا ولاء من أعتقن أو أعتقه من أعتقن.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান