ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২১১
আযাদকারীর বংশধরকে উত্তরাধিকার প্রদান করা
(২২১১) সালমা বিনতু হামযা রা. বলেন, তার আযাদকৃত একদাস মৃত্যুবরণ করে । লোকটি একটিমাত্র মেয়ে রেখে যায় । তখন নবী (ﷺ) উক্ত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার অর্ধেক তার মেয়েকে প্রদান করেন এবং বাকি অর্ধেক সালমা বিনতু হামযার পুত্র ইয়া'লাকে প্রদান করেন।
عن سلمى بنت حمزة رضي الله عنها أن مولاها مات وترك ابنة فورث النّبي صلى الله عليه وسلم ابنته النصف وورث يعلى النصف وكان ابن سلمى

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২২১২
আযাদকারীর বংশধরকে উত্তরাধিকার প্রদান করা
(২২১২) তাবিয়ি হাসান বসরি বলেন, একব্যক্তি একটি ক্রীতদাস ক্রয় করে মুক্ত করে দেন এবং সে বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ (ﷺ) অন্যান্য নির্দেশনার মধ্যে বলেন, উক্ত আযাদকৃত দাস তোমার ভাই এবং তোমার বংশ-সম্পর্কিত। যে যদি মৃত্যুবরণ করে এবং তার কোনো আসাবা' না থাকে তবে তুমিই তার উত্তরাধিকারী হবে।
عن الحسن عن النبي صلى الله عليه وسلم في قصة إعتاق عبد... هو أخوك ومولاك... إن مات ولم يترك عصبة فأنت وارثه

তাহকীক:
তাহকীক চলমান