ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২০৯
মুক্ত দাসের 'মুক্তিসম্পর্ক' বা বংশ ও উত্তরাধিকার সম্পর্ক লাভ করবে মুক্তদানকারী আর এই সম্পর্ক রক্ত সম্পর্কের মতোই
(২২০৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোনো দাসদাসীকে মুক্ত করবে উক্ত আযাদকৃত দাসদাসীর ‘মুক্তিসম্পর্ক' বা বংশ ও উত্তরাধিকার সম্পর্ক সেই লাভ করবে।
عن عائشة رضي الله عنها مرفوعا: إنما الولاء لمن أعتق
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২১০
মুক্ত দাসের 'মুক্তিসম্পর্ক' বা বংশ ও উত্তরাধিকার সম্পর্ক লাভ করবে মুক্তদানকারী আর এই সম্পর্ক রক্ত সম্পর্কের মতোই
(২২১০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আযাদকৃত দাসদাসীর বংশ ও উত্তরাধিকার সম্পর্ক রক্তসম্পর্কের আত্মীয়তার সম্পর্কের মতোই অপরিবর্তনীয় অলঙ্ঘনীয়। তা বিক্রয় করা যায় না বা দান করা যায়। না।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: الولاء لحمة كلحمة النسب لا تباع ولا توهب.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান