ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২০৭
এক দিরহাম বাকি থাকা পর্যন্ত মুক্তিচুক্তিবদ্ধ (মুকাতিব) দাস থাকবে
(২২০৭) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুকাতিব বা মুক্তিচুক্তিতে আব্দ্ধ ক্রীতদাসের চুক্তির একটি দিরহাম বাকি থাকা পর্যন্ত সে দাস থাকবে।
عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال: المكاتب عبد ما بقي عليه من مكاتبته درهم.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২০৮
এক দিরহাম বাকি থাকা পর্যন্ত মুক্তিচুক্তিবদ্ধ (মুকাতিব) দাস থাকবে
(২২০৮) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো মহিলার কোনো মুকাতিব বা মুক্তিচুক্তিতে আব্দ্ধ ক্রীতদাস থাকে এবং চুক্তি অনুসারে প্রদানের মতো অর্থ তার কাছে থাকে, তবে সে যেন উক্ত দাস থেকে পর্দা করে।
عن أم سلمة رضي الله عنها مرفوعا: إذا كان لإحداكن مكاتب فكان عنده ما يؤدي فلتحتجب منه.

তাহকীক:
তাহকীক চলমান