ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২০৬
মুক্তিচুক্তিবদ্ধ দাসকে সাহায্য করার ফযীলত
(২২০৬) সাহল ইবন হানীফ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধরত কোনো মুজাহিদকে সাহায্য করে, অথবা ঋণ পরিশোধে অক্ষম কোনো ঋণগ্রস্থকে সাহায্য করে অথবা মুক্তিচুক্তিতে আব্দ্ধ কোনো ক্রীতদাসকে মুক্ত করতে সাহায্য করে তবে কিয়ামতের দিন, যে দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ উক্ত ব্যক্তিকে তাঁর ছায়ায় আশ্রয় দান করবেন।
عن سهل بن حنيف رضي الله عنه مرفوعا: من أعان مجاهدا يوم في سبيل الله أو غارما في عسرته أو مكاتبا في رقبته أظلّه الله في ظله يوم لا ظل إلا ظله.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা