ফিকহুস সুনান ওয়াল আসার
২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে
হাদীস নং: ২২০৬
মুক্তিচুক্তিবদ্ধ দাসকে সাহায্য করার ফযীলত
(২২০৬) সাহল ইবন হানীফ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধরত কোনো মুজাহিদকে সাহায্য করে, অথবা ঋণ পরিশোধে অক্ষম কোনো ঋণগ্রস্থকে সাহায্য করে অথবা মুক্তিচুক্তিতে আব্দ্ধ কোনো ক্রীতদাসকে মুক্ত করতে সাহায্য করে তবে কিয়ামতের দিন, যে দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ উক্ত ব্যক্তিকে তাঁর ছায়ায় আশ্রয় দান করবেন।
عن سهل بن حنيف رضي الله عنه مرفوعا: من أعان مجاهدا يوم في سبيل الله أو غارما في عسرته أو مكاتبا في رقبته أظلّه الله في ظله يوم لا ظل إلا ظله.
হাদীসের ব্যাখ্যা:
সমাজে অর্থনৈতিক বা সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি না করেই দাস প্রথা বিলোপের জন্য কুরআনের অন্যতম নির্দেশ হল, যে কোনো দাস যদি মালিককে বলে যে, আমি আমার মূল্য নিজেই পরিশোধ করব, আপনি আমাকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দিন, তবে মালিকের প্রথম দায়িত্ব হল সেই দাসের সাথে এ বিষয়ে 'মুকাতাবা' বা লিখিত মুক্তি-চুক্তি করা এবং দ্বিতীয় দায়িত্ব হল উক্ত দাসকে চুক্তিমতো অর্থ শোধ করতে সাহায্য করা (সূরা [ ২৪ ] নূর: ৩৩ আয়াত)। এভাবে মুক্তিচুক্তিতে আবদ্ধ দাসকে 'মুকাতিব' বলা হয়। (অনুবাদক)
