ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৮১
দান-অনুদান ফেরত নেওয়া
(২১৮১) ইবন উমার রা. ও ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো হেবা বা উপহার-অনুদান প্রদান করে তবে তা ফেরত নেওয়া তার জন্য বৈধ নয়, শুধু পিতা তার সন্তানকে যা কিছু দেয় তা ফেরত নিতে পারে।
عن ابن عمر وابن عباس رضي الله عنهما مرفوعا: لا يحل لرجل أن يعطي عطية أو يهب هبة فيرجع فيها إلا الوالد فيما يعطي ولده.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা