ফিকহুস সুনান ওয়াল আসার

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ

হাদীস নং: ২১৮১
দান-অনুদান ফেরত নেওয়া
(২১৮১) ইবন উমার রা. ও ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো হেবা বা উপহার-অনুদান প্রদান করে তবে তা ফেরত নেওয়া তার জন্য বৈধ নয়, শুধু পিতা তার সন্তানকে যা কিছু দেয় তা ফেরত নিতে পারে।
عن ابن عمر وابن عباس رضي الله عنهما مرفوعا: لا يحل لرجل أن يعطي عطية أو يهب هبة فيرجع فيها إلا الوالد فيما يعطي ولده.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর অর্থ হল, বিচার বা আইন ছাড়া নিজের ইচ্ছামতো কেউ হেবা বা উপহার অনুদান ফেরত নিতে পারবে না। আর পিতার জন্য তা বৈধ হওয়ার অর্থ হল পিতা প্রয়োজনে সন্তানের সম্পদ গ্রহণ বা ভোগ করতে পারেন। একপুত্র অভিযোগ করে যে, তার পিতা তার মাল-সম্পদ ভোগ-দখল করতে চান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, 'তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার নিমিত্ত'। এভাবে পিতার দেওয়া উপহার বা অনুদান সন্তানের মালিকানায় আসার পরেও পুত্রের সম্পদ হিসেবে পিতা তা ভোগ বা গ্রহণ করতে পারেন। একেই হাদীসে 'ফিরিয়ে নেওয়া' বলা হয়েছে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১৮১ | মুসলিম বাংলা