ফিকহুস সুনান ওয়াল আসার

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ

হাদীস নং: ২১৮২
দান-অনুদান ফেরত নেওয়ার নিন্দা
(২১৮২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার দান-উপহার ফিরিয়ে নেয় সে ব্যক্তি কুকুরের মতো, যে কুকুর বমি করে এবং এরপর সেই বমি পুনরায় খেয়ে নেয়।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: العائد في هبته كالكلب يقيء ثم يعود في قيئه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২১৮২ | মুসলিম বাংলা