ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৮০
অপ্রাপ্ত-বয়স্ক সন্তানকে দান করা এবং দানের ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা
(২১৮০) নু'মান ইবন বাশীর রা. বলেন, তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গমন করেন এবং বলেন, আমি আমার এই পুত্রকে একটি দাস দান করেছি যে দাসটি আমার ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি কি তোমার সকল সন্তানকেই এইরূপ দান করেছ? তিনি বলেন, না । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি এই দান ফিরিয়ে নাও। অন্য বর্ণনায় তিনি বলেন, আমার দানের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে সাক্ষী রাখার জন্য আমার পিতা আমাকে নিয়ে তাঁর নিকট গমন করেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি কি তোমার সকল সন্তানের সাথেই এরূপ করেছ? তিনি বলেন, না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ ও সমতা বজায় রাখবে। তখন আমার পিতা ফিরে আসেন এবং দানটি ফিরিয়ে নেন।
عن النُعمان بن بشير رضي الله عنهما أنه قال: إن أباه أتى به رسول الله صلى الله عليه وسلم فقال: إني نحلت ابني هذا غلاما كان لي فقال رسول الله صلى الله عليه وسلم: أكل ولدك نحلته مثل هذا؟ فقال: لا فقال رسول الله صلى الله عليه وسلم: فارجعه ...فانطلق أبي إلى النبي صلى الله عليه وسلم ليشهده على صدقتي فقال له رسول الله صلى الله عليه وسلم: أفعلت هذا بولدك كلهم؟ قال: لا قال: إتّقوا الله واعدلوا في أولادكم فرجع أبي فرد تلك الصدقة ...لا تشهدني على جور ...فأشهد على هذا غيري ثم قال: أيسرك أن يكونوا إليك في البر سواء؟ قال: بلى قال: فلا إذا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা