ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৭৭
গ্রহণ করা ছাড়া দান কার্যকর হবে না
(২১৭৭) উমার রা. বলেন, জেনে রাখো! মালিকানা গ্রহণ করা ও কব্য [হস্তগত] করা ছাড়া দান-অনুদান বৈধ বা কার্যকর হবে না।
عن عمر رضي الله عنه قال: ألا لا تحل النخلة إلا لمن حازه وقبضه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১৭৮
গ্রহণ করা ছাড়া দান কার্যকর হবে না
(২১৭৮) উসমান রা., ইবন উমার রা. ও ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তারা বলেছেন, কব্য বা হস্তগত করা ছাড়া দান বৈধ হবে না। মুআয রা. এবং শুরাইহ থেকেও বর্ণিত হয়েছে যে, হস্তগত না হওয়া পর্যন্ত তারা দান কার্যকর বলে গণ্য করতেন না।
عن عثمان وابن عمر وابن عباس رضي الله عنهم أنهم قالوا: لا تجوز صدقة حتى تقبض وعن معاذ بن جبل وشريح أنهما كانا لا يجيزانها حتى تقبض.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১৭৯
গ্রহণ করা ছাড়া দান কার্যকর হবে না
(২১৭৯) উসমান ইবন আফফান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তার কোনো এমন ছোট সন্তানকে আনুদান দিল যে এখনো তার দান গ্রহণের বয়সে উপনীত হয় নি অতঃপর সে তার ঘোষণা করল এবং সে বিষয়ে সাক্ষী রাখল তাহলে তা বৈধ হবে, আর সে বিষয়ে তার নিয়ন্ত্রক হবে তার পিতা।
عن عثمان بن عفان رضي الله عنه قال: من نحل ولدا له صغيرا لم يبلغ أن يحوز نحله فاعلن بها واشهد عليها فهي جائزة وإن وليها أبوه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১৭৯
গ্রহণ করা ছাড়া দান কার্যকর হবে না
(২১৭৯) উসমান ইবন আফফান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তার কোনো এমন ছোট সন্তানকে আনুদান দিল যে এখনো তার দান গ্রহণের বয়সে উপনীত হয় নি অতঃপর সে তার ঘোষণা করল এবং সে বিষয়ে সাক্ষী রাখল তাহলে তা বৈধ হবে, আর সে বিষয়ে তার নিয়ন্ত্রক হবে তার পিতা।
عن عثمان بن عفان رضي الله عنه قال: من نحل ولدا له صغيرا لم يبلغ أن يحوز نحله فاعلن بها واشهد عليها فهي جائزة وإن وليها أبوه

তাহকীক:
তাহকীক চলমান