ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২১৭৬
হেবা তথা অনুদান প্রসঙ্গ
পরিচ্ছেদঃ কোন কোন উপহার ফেরত দেওয়া যায় না
(২১৭৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি দ্রব্য ফেরত দেওয়া যায় না: বসার বা হেলান দেওয়ার গদি বা বালিশ, সুগন্ধি ও দুধ।
كتاب الهبة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ثلاث لا ترد: الوسائد والدهن واللبن.
তাহকীক: