ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৫. মুদারাবা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৬৯
মুদারাবা ব্যবসায়ে শর্তারোপ
(২১৬৯) হাকীম ইবন হিযাম রা. থেকে বর্ণিত, তিনি যখন কাউকে মুদারাবা ব্যবসায়ের জন্য মূলধন প্রদান করতেন, যে মূলধন নিয়ে উক্ত ব্যক্তি ব্যবসার জন্য ছুটে বেড়াবে, তখন তিনি উক্ত মুদারিব ব্যবসায়ীর উপর শর্তারোপ করে বলতেন, তুমি আমার সম্পদ কোনো জীবন্ত প্রাণির মধ্যে রাখবে না (জীব জানোয়ারের ব্যবসায় খাটাবে না), তা সমূদ্রে বহন করবে না এবং তা নিয়ে তুমি কোনো জলাভূমির বা নিম্নভূমির মধ্যে অবতরণ করবে না। যদি তুমি তা কর তবে তুমি আমার সম্পদের ক্ষতিপূরণ প্রদানের দায়-দায়িত্ব বহন করবে।
عن حكيم بن حزام رضي الله عنه أنه كان يشترط على الرجل إذا أعطاه مالا مقارضة يضرب له به أن لا تجعل مالي في كبد رطبة ولا تحمله في بحر ولا تنزل به في بطن مسيل فإن فعلت شيئا من ذلك فقد ضمنت مالي.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান