ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৫. মুদারাবা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৭০
মুদারাবা ব্যবসায়ের লাভ
(২১৭০) আলা' ইবন আব্দুর রহমান তার পিতা আব্দুর রহমান থেকে, তিনি তার পিতা তাবিয়ি ইয়াকুব থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, উসমান ইবন আফফান রা. তাকে মুদারাবা ব্যবসায়ের জন্য মূলধন প্রদান করেন এই শর্তে যে, তিনি এই মূলধন নিয়ে ব্যবসা করবেন এবং ব্যবসায়ের লাভ উভয়ের মধ্যে বণ্টিত হবে।
عن العلاء بن عبد الرحمن عن أبيه عن جده أن عثمان بن عفان رضي الله عنه أعطاه مالا قراضاً يعمل فيه على أن الربح بينهما

তাহকীক:
তাহকীক চলমান