ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৫. মুদারাবা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৬৮
মুদারাবা বা একজনের মূলধন নিয়ে অন্যের অংশিদারি ব্যবসায়ে বরকত রয়েছে
(২১৬৮) সুহাইব রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছে, তিনটি বিষয়ের মধ্যে বরকত রয়েছে: নির্ধারিত সময়ের জন্য বাকিতে বিক্রয় করা, একজনের মূলধন নিয়ে লাভের অংশিদারত্বের ভিত্তিতে অন্যের ব্যবসা করা এবং বাড়িতে ব্যবহারের জন্য বিক্রয়ের জন্য নয়- গমকে যবের সাথে মিশ্রিত করা।
عن صهيب رضي الله عنه مرفوعا: ثلاث فيهن البركة البيع إلى أجل والمقارضة وأخلاط البر بالشعير للبيت لا للبيع.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান