ফিকহুস সুনান ওয়াল আসার

২৫. মুদারাবা অধ্যায়

হাদীস নং: ২১৬৮
মুদারাবা অধ্যায়
মুদারাবা বা একজনের মূলধন নিয়ে অন্যের অংশিদারি ব্যবসায়ে বরকত রয়েছে
(২১৬৮) সুহাইব রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছে, তিনটি বিষয়ের মধ্যে বরকত রয়েছে: নির্ধারিত সময়ের জন্য বাকিতে বিক্রয় করা, একজনের মূলধন নিয়ে লাভের অংশিদারত্বের ভিত্তিতে অন্যের ব্যবসা করা এবং বাড়িতে ব্যবহারের জন্য বিক্রয়ের জন্য নয়- গমকে যবের সাথে মিশ্রিত করা।
كتاب المضاربة
عن صهيب رضي الله عنه مرفوعا: ثلاث فيهن البركة البيع إلى أجل والمقارضة وأخلاط البر بالشعير للبيت لا للبيع.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ যয়ীফ** সনদে)। [সুনান ইবন মাজাহ, হাদীস-২২৮৯; উকাইলি, আয যুআফাউল কাবীর ৩/৮০]

** [শাইখ শুআইব আরনাউত বলেন, হাদীসটির সনদ যয়ীফ জিন্দান বা খুবই দুর্বল। সনদের তিনজন রাবী: নাসর ইবন কাসিম, আব্দুর রাহীম ইবন দাউদ ও সালিহ ইবন সুহাইব মাজহুল। আলবানি বলেন, যয়ীফ জিদ্দান ও মুনকার। সুস্মৃতি তার আল লাআলিল মাসনুআহ গ্রন্থে এবং ইবনু জাওযি আল মাওযুআত গ্রন্থে বর্ণনাটি উল্লেখ করে বলেন, এটি নবীজি (ﷺ) এর নামে জালকৃত হাদীস। দেখুন: আল মাওযুআত ২/২৪৮-২৪৯; আল লাআলিল মাসনুআহ ২/১২৯; সিলসিলা যয়ীফাহ ৫/১১৮ এবং আরনাউতকৃত সুনানে ইবন মাজাহর-২২৮৯ নং হাদীসের টাকা । -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান