ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৪. গচ্ছিত আমানত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৬৬
আমানত ও কর্যের ক্ষেত্রে গ্রহীতার অবহেলা না হলে ক্ষতিপূরণ নেই
(২১৬৬) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয়, তবে তার উপর কোনো যামানত বা ক্ষতিপূরণের দায়িত্ব নেই (তার ইচ্ছাকৃত অবহেলা ছাড়া তা নষ্ট হলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না)।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: من أودع وديعة فلا ضمان عليه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১৬৭
আমানত ও কর্যের ক্ষেত্রে গ্রহীতার অবহেলা না হলে ক্ষতিপূরণ নেই
(২১৬৭) উমার ইবন খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ব্যবহারিক উপহার বা কর্য (Usufruct gift / temporarily-lent thing) গচ্ছিত আমানতেরই মতো, তা নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণ দিতে হবে না। তবে যদি গ্রহীতা সীমালঙ্ঘন করে বা অবহেলা করে (তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে ।)
عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال: العارية بمنزلة الوديعة لا ضمان فيها إلا أن يتعدى.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান