ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৪. গচ্ছিত আমানত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৬৫
ব্যবহারের জন্য অস্থায়ীভাবে প্রদত্ত দ্রব্য ফেরত দিতে হবে
(২১৬৫) ইয়া'লা ইবন উমাইয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন, আমার দূতগণ যখন তোমার নিকট আগমন করবে তখন তুমি তাদেরকে ত্রিশটি বর্ম ও ত্রিশটি উট প্রদান করবে। ইয়া'লা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এগুলো কি যামানত (নষ্ট হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা)-সহ কৰ্য না ফেরত-উপযোগী কর্য? তিনি বলেন, বরং তা ফেরত উপযোগী কর্য।
عن يعلى بن أمية رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: إذا أتتك رسلي فأعطهم ثلاثين درعا وثلاثين بعيرا قال: فقلت يا رسول الله: عارية مضمونة أو عارية مؤداة؟ قال: بل عارية مؤداة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান