ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৫২
ক্রেতা-বিক্রেতা যদি মতভেদ করেন
(২১৫২) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কখনো ক্রেতা ও বিক্রেতা মতভেদ করেন এবং তাদের কারো পক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ না থাকে, তবে সেক্ষেত্রে পণ্যের মালিক যা বলবে তা গ্রহণ করতে হবে, অথবা তারা বিক্রয় চুক্তি বাতিল করে দেবে।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا يقول: إذا اختلف المتبايعان (البيعان) ليس بينهما بينة (والبيع قائم بعينه) فهو ما يقول رب السلعة (فالقول ما قال البائع) أو يتتاركان
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান