ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৫১
অর্থের বিনিময়ে শপথের দায়িত্ব থেকে আত্মরক্ষা করা
(২১৫১) তাবিয়ি ইবন শিহাব যুহরি থেকে বর্ণিত, কোনো ব্যক্তির উপরে যদি শপথের দায়িত্ব চেপে যায় (কোনো মামলায় বাদী প্রমাণ উপস্থিত করতে না পারায় বিবাদী হিসেবে তাকে শপথ করতে নির্দেশ দেওয়া হয়) এবং শপথের দায়িত্ব এড়ানোর জন্য যদি তিনি কিছু ক্ষতিপূরণ প্রদান করতে চান তবে সে বিষয়ে তিনি বলেন যে, তারা (সাহাবিগণ) এরূপ করতেন উবাইদ আস-সাহহাম একজন সাহাবি ছিলেন। তিনি দশহাজার (দিরহামের) বিনিময়ে শপথের দায়িত্ব এড়িয়ে যান। (মুআবিয়া রা.র শাসনামলে) মারওয়ান ইবনুল হাকাম যখন মদীনার প্রশাসক ছিলেন তখন এই ঘটনাটি ঘটে। তখন মদীনায় অনেক সাহাবি বিদ্যমান ছিলেন।
عن الزهري في الرجل يقع عليه اليمين فيريد أن يقتدي يمينه قال: كانوا يفعلون ذلك وقد افتدى عبيد السهام وكان من الصحابة يمينة بعشرة آلاف وكان ذلك في إمارة مروان والصحابة بالمدينة كثير
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান